ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত তারকা দম্পতি অনন্ত-বর্ষা দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। গত ২৩শে অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন বর্ষা।
বর্তমানে নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। তাদের দ্বিতীয় পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আবরার ইবনে জলিল। অনন্ত ও বর্ষা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ছবিসহ এ খবর জানিয়েছেন।
তারা লিখেন, আমার ছোট ছেলে আবরার ইবনে জলিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এর আগে ২০১৪ সালের ২৩ নভেম্বর প্রথম পুত্র সন্তানের বাবা-মা হন অনন্ত ও বর্ষা। পুত্র সন্তানের নাম রাখেন আরিজ।
অনন্ত জলিল ২০১০ সালে নিজের প্রযোজিত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে যাত্রা শুরু করেন। তার অভিনীত ছবিগুলো হলো ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’। আর এসব ছবিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছেন স্ত্রী বর্ষা।





