৩ আগস্ট শেষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসার আগে ক্রিকেটাররা লম্বা ছুটি পাবেন। বাকি ক্রিকেটারদের চেয়ে সাকিব আল হাসানের ছুটিটা বোধহয় একটু বেশিই লম্বা হবে। কারণ, অক্টোবর-নভেম্বরে বাবা হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার!
সাকিব এ বিষয়ে নিজে কিছু না বললেও তার পারিবারিক সূত্রের বরাত দিয়ে এমনই খবর প্রকাশ করেছে বাংলাদেশে বেশ কয়েকটি গণমাধ্যম। অক্টোবর-নভেম্বরে ছুটি পেতে সাকিব নাকি ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদনও করেছেন। বর্তমানে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির যুক্তরাষ্ট্রে রয়েছেন। ছুটি নিয়ে সাকিবও সেখানে চলে যাবেন। সেখানেই পৃথিবীর আলো দেখবে সাকিবের অনাগত সন্তান। এ সময় স্ত্রীর পাশে থাকতেই লম্বা ছুটি নিচ্ছেন সাকিব।
উল্লেখ্য, ২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তার আগে অবশ্য তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে। চলতি বছরের ১২.১২.১৫ তারিখে তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। এর আগেই বাবা-মা হতে যাচ্ছেন সাকিব-শিশির দম্পত্তি।





